
রবিবার ২৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মাত্র ১৪ বছর বয়সে সর্বকনিষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসেবে দ্রুততম শতরান করে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দেন বৈভব সূর্যবংশী। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ২১০ রান তাড়া করে জেতে রাজস্থান রয়্যালস। কিন্তু পরের ম্যাচেই মুম্বইয়ের কাছে হেরে আইপিএলের প্লে অফ থেকে ছিটকে যায়। রেকর্ড করার দু'দিনের মধ্যেই আছড়ে পড়েন বাস্তবের মাটিতে। ৪৮ ঘণ্টার মধ্যে একই স্টেডিয়ামে শূন্য রানে ফেরেন। রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামার আগেই প্লে অফ থেকে ছিটকে গিয়েছে রাজস্থান। ম্যাচের আগে সতীর্থ নীতিশ রানার সঙ্গে একটি হালকা মুহূর্ত ভাগ করে নিতে দেখা যায় বিহারের উঠতি ক্রিকেটারকে।
সেই ভিডিওতে রানাকে বলতে শোনা যায়, 'আমি তোমাকে পাঁচটা ব্যাট দিচ্ছি। তবে ব্যাটের সংখ্যা যদি ১৪ পেরিয়ে যায়..।' তার উত্তরে সূর্যবংশী বলেন, 'আমার একটাই চাই। আমি সেটাই বলতে চাই। আমার বয়সের থেকে যদি বেশি ব্যাট হয়ে যায়, তুমি যাকে বলবে, তাঁকে আমার ব্যাট দিয়ে দেব।' তার উত্তরে রানা বলেন, 'আমার ব্যাট, আমার ইচ্ছে। আমি কেন দেব? তোমার কাছে ১০টা ব্যাট আছে? ১০টা ব্যাট তো অনেক। এতগুলো ব্যাট তো বিরাট ভাইয়ের কাছেও নেই।' বৈভবের ব্যাটের সংখ্যা শুনে অবাক হয়ে যান নীতিশ। মজার ছলে কোহলির প্রসঙ্গ তুলে আনেন। উঠতি ক্রিকেটারকে টিটকিরি মারেন। প্রসঙ্গত, মাত্র ১৪ বছর ৩২ দিন বয়সে সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে টি-২০ ক্রিকেটে একশো করার নজির গড়েন বৈভব। ছাপিয়ে যান ইউসুফ পাঠানকে। ২০১০ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩৭ বলে শতরান করেছিলেন। গুজরাটের বিরুদ্ধে ইনিংসে ১১টি ছয় মারেন বৈভব। ভারতীয় ব্যাটার হিসেবে এক ইনিংসে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ডে ছুঁয়ে ফেলেন মুরলী বিজয়কে।